এবার মধ্যরাতে ইউনাইটেড ক্লাবে হানা, শিল্পপতিসহ আটক ৭

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা ২৪ডটকম: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি  অভিজাত ক্লাব ‘ইউনাইটেড এসোসিয়েশন প্রাইভেট লিমিটেডে’ মধ্যরাতে অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম। অভিযানে জুয়া খেলার সামগ্রী ও বিশ হাজার নয় শত টাকাসহ ক্লাব সভাপতি শিল্পপতি তোফাজ্জল হোসেন তাপুসহ সাতজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায়  ওই ক্লাবটিতে অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্র জানা যায়, ইউনাইটেড ক্লাবটি পূর্বে সবার জন্য উম্মুক্ত হলেও  এখন এটি এলিট শ্রেণিদের জন্য।  শিল্পপতি ও বিত্তবানরাই এই ক্লাবে আসেন এবং শেষ রাত পর্যন্ত অনেকেই অবস্থান করেন। জানাগেছে, ক্লাবের ভেতরে একটি ভিআইপি  কক্ষ রয়েছে। সেখানে নিদৃষ্ট লোকজন ছাড়া কেউ যেতে পারে না। নিদৃষ্ট লোকজনের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া অন্যরা সেখানে প্রবেশ করতে পারেন না। কক্ষের বাহিরে থাকে কড়া সিকিউরিটি।

এছাড়াও   ভিআইপি রুমটিতে মধ্যরাত পর্যন্ত  কি করেন সেখানে তা নিশ্চিত হতে না পারলেও তারা সেখানে জুয়ার আসর , মদ পান করেন বলেই মনে করা হচ্ছে। এছাড়াও এখানে যারাই তাদের অতিথি হিসেবে আসে প্রত্যেকেই কালো গ্লাস করা দামি গাড়িতে করে আসে।

অভিযানে ধর্মগঞ্জ এলাকার মৃত মজিদ কন্ট্রাক্টারের ছেলে ক্লাব সভাপতি ও শিল্পপতি তোফাজ্জল হোসেন তাপু (৫৫), মৃত এম এ কুদ্দুসের ছেলে ইকবাল হোসেন (৫৬), আবুল হোসেনের ছেলে কামাল হোসেন ওরফে গলাকাটা কামাল (৪৯), আজমেরী বাগের মৃত আব্দুল হাইয়ের ছেলে শামসুজ্জামন (৪০), শহরের মার্ক টাওয়ারের মৃত আব্দুল জব্বারের ছেলে মোস্তাফিজুর রহমান (৫২), পঞ্চবটি এলাকার মৃত ওবায়দুল হক ভূইয়ার ছেলে এবিএম শফিকুল ইসলাম (৫০), কেরানীগঞ্জের কাজির গাঁও এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে আফজাল হোসেনকে আটক করা হয়।

জেলা পুলিশের মুখপাত্র সাজ্জাদ রোমন বলেন, সাতজনকে আটক করা হয়েছে। আসামিদের নিকট হতে ৩ বান্ডিল তাস ও বিশ হাজার নয় শত টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলায় দায়ের করা হয়েছে। আসামিদেরকে কোর্টে পাঠানো হয়েছে ।

এদিকে শুক্রবার আদালতে আবেদনের প্রেক্ষিতে তারা ৭ জন জামিন পেয়েছেন বলে জানা গেছে ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com