আমি ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে চাই : সেলিম ওসমান

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা ২৪ডটকম: নারায়ণগঞ্জের ফতুল্লায় নাসিম ওসমান মেমোরিয়াল(নম) পার্কে বিকেএইএ’র নতুন কমিটির সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে নবনির্বাচিত বিকেএমই’র সভাপতি এমপি সেলিম ওসমান বলেছেন, আমি ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে চাই । একটা জায়গায় আমার খুব লজ্জা হয় যা না বললে আমাদের উন্নয়ণ হবে না । বন্দর থেকে প্রতিদিন অপ্রাপ্ত বয়সী আঠারশ ছেলে গুদারা পার হয় । তারা হোসিয়ারীতে কাজ করে আমি তা নিজে দাড়িয়ে দেখেছি । কোথা যেন আমাদের একটা ব্যর্থতা আছে। যার জন্য আমাকে আবার পঞ্চমবারের মতো সভাপতি হতে হয়েছে । আসলে আমি কোনো নির্বাচন করিনি । একটা দৃষ্টান্ত ঘটনা ঘটেছে । আমরা ২৭ জনের একটি কমিটি করে নির্বাচন কমিশনারদের তিন দিন সময় দেওয়া হলো ফরম বিক্রি করার জন্য । কিন্তু কেউ কিনল না, আমি না কিনলে কেউ কিনবে না ।

 

বৃহস্পতিবার (৩অক্টোবর) রাতে ফতুল্লার নাসিম ওসমান মেমোরিয়াল(নম) পার্কে বিকেএইএ’র নতুন কমিটির সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি সেলিম ওসমান এই কথা বলেন ।

 

সেলিম ওসমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর একটা উদ্দেশ্য ছিল তিনি তা আমার কাছে ১৯৯৬সালে বলেছিলেন । তিনি তখন বলেছিলেন, তোমরা নারায়ণগঞ্জে হোসিয়ারী শিল্পের উন্নয়ণ করে এটাকে রপ্তানীর ব্যবস্থা কর । তখন আমি এটা ভালো জানতাম না কিন্তু হাতেম ভালো জানতো ।

 

তিনি বলেন, আমার সব থেকে বড় পাওনা আপনাদের ভালোবাসা । আমি ফরম না কিনলে আপনারা কিনেন না। হাতেম ভাইকে সভাপতি হতে বললে তিনিও হননা, আমাকে এগিয়ে দেন। এর থেকে বড় পাওনা আর কি হতে পারে আমার জন্য।

 

 

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি খালেদ হায়দার খান কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সাবেক সাংসদ হোসনে আরা বাবলী ।

 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, পরিচালনা পর্ষদের প্রথম সহ সভাপতি এম এ হাতেম, দ্বিতীয় সহ সভাপতি অমল পোদ্দার, তৃতীয় সহ সভাপতি গাওহার সিরাজ জামিল এবং সহ সভাপতি(অর্থ) মোরশেদ সারোয়ার, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সহ সভাপতি মোঃ রাশেদ সারোয়ার, জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ সভাপতি মাসুদুর রউফ, বাংলাদেশ ইয়ার্ণ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সিনিয়র সহ সভাপতি মাহফুজুর রহমান খান সহ প্রমূখ ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com