অগ্রযাত্রা’র সভাপতি-সম্পাদকের বক্তাবলীবাসীকে ঈদের শুভেচ্ছা

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: পবিত্র ঈদ-উল-আজহায় ফতুল্লা ও বক্তাবলীবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক সংগঠন- অগ্রযাত্রা’র সভাপতি বাদল হোসেন ববি ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সুমন।

 

যৌথ শুভেচ্ছাবার্তায় তারা বলেন, ত্যাগের মহিমা নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে ঈদুল আজহা। এই ত্যাগের মহিমা আমাদের ছড়িয়ে দিতে হবে সবখানে। রাষ্ট্র ও সমাজের যখন ত্যাগের এই শিক্ষা ছড়িয়ে পড়বে তখন সুখি-সমৃদ্ধ সমাজ গঠন হবে। অগ্রযাত্রায় এগিয়ে যাবে দেশ।

 

তারা আরও বলেন, পবিত্র ঈদুল আজহায় সবাইকে শুভেচ্ছা। ঈদ মোবারক।

 

‘ঈদ সবার জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও সাফল্যময় সমৃদ্ধি।’

 

বাদল হোসেন ববি ও রাশেদুল ইসলাম সুমন বলেন, অগ্রযাত্রা এলাকার আর্থসামজিক উন্নয়ণে সবসময় বক্তাবলীবাসীর পাশে থাকবে। এলাকার শিক্ষা-সামাজিক ও অন্যান্য গঠনমূলক কাজে এ সংগঠনটি অগ্রসৈনিকের বেশে পাশে দাড়াঁবে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com