ফতুল্লায় আগুনে ক্ষতিগ্রস্থদের চাল দিলো উপজেলা প্রশাসন

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লায় বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক। তিনি সদর উপজেলার পক্ষ হতে অর্ধশতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২০ কেজি করে খাবার চাল বিতরণ করেন।

শুক্রবার (২আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার কার্যালয়ে অর্ধশতাধিক পরিবারকে চাল বিতরণ করা হয়।

 

অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত প্রশাসক (রাজস্ব) মো: সেলিম রেজা। এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ।

 

এসময় ইউএনও নাহিদা বারিক বলেন, আগুনে ক্ষতিগ্রস্থদের দেখতে জেলা প্রশাসক মহোদয় ছুটে গিয়েছেন। তার নির্দেশে ক্ষতিগ্রস্থ ৪৮টি পরিবারের তালিকা করে প্রত্যেক পরিবারকে চাল বিতরণ করা হলো।

 

প্রসঙ্গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটায় জেলা পরিষদের পাশে পানির উপর নির্মিত ওই বস্তিতে আগুনে প্রায় ৭০টি ঘর পুড়ে গেছে। তবে অল্পের জন্য ভয়াবহ আগুন থেকে রক্ষা পেয়েছে একটি সিএনজি পাম্প ও জেলা কারাগারসহ জেলা রেজিস্ট্রি অফিস। ঘটনার পর নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

 

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com