না’গঞ্জে লিংক রোডের পাশে ভয়াবহ অগ্নিকান্ড !
প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের পাশে গত রাতে একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। আগুনে বস্তির প্রায় ৭৫ টি ঘর পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) দিবাগত রাত তিন টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার লিংক রোডের পাশে জেলা পরিষদ কার্যালয় এলাকায় একটি বস্তিতে এ অগ্নিকান্ড ঘটে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারেনি ফায়ার সার্ভিস।
আগুন লাগায় বস্তিবাসীসহ শত শত মানুষ মধ্য রাতে লিংক রোডে এসে অবস্থান নেন। তবে কোন হতাহত’র খবর পাওয়া যায় নি। আতংকে ছোটাছুটি করতে থাকেন বস্তির লোকজন। বস্তির পাশেই একটি সি এন জি স্টেশন থাকায় মানুষ আতংকিত হয়ে পড়ে। আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া, হাজীগঞ্জ ও আদমজী ফায়ার স্টেশনের সাতটি ইউনিটের দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করে।
পরে এক ঘন্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে।জলাধারের উপর ভাসমান অবস্থায় গড়ে উঠা এই বস্তিতে বেশ কয়েকটি টং দোকান, ঝুটের গুদাম ও ঘর বাড়ি সহ প্রায় ৭৫ টি স্থাপনা পুড়ে গেছে বলে জানিয়েছেন বস্তিবাসীরা।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, সাতটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আগুনে কেউ হতাহত হয় নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্তের পর জানা যাবে ।