আড়াইহাজারে রূপালী ব্যাংকের ৫৭২ তম শাখার উদ্বোধন

আড়াইহাজার প্রতিনিধি , প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে সম্পূর্ন অনলাইন সুবিধা নিয়ে রূপালী ব্যাংক লিমিটেডের ৫৭২ তম আড়াইহাজার শাখার উদ্বোধন করা হয়।

২৫ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধান অতিথি নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু নতুন শাখার উদ্বোধন করেন।

ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের জিএম সঞ্চিয়া বিনতে আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের পরিচালক মোঃ আবদুল বাছেদ খান,ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মোঃ আতাউর রহমান প্রধান, আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, আড়াইহাজার পৌরসভার মেয়র মোঃ সুন্দর আলী। এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com