শিশু আলিফ হত্যায় আসামী অহিদকে মৃত্যুদন্ডের আদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম:  নারায়ণগঞ্জের সদর থানার পাইকপাড়ার জল্লারপাড় এলাকার চার বছরের শিশু আলিফ হত্যা মামলার আসামি অহিদকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত ৷

সোমবার (২২ জুলাই) দুপুর দেড়টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে আসামির উপস্থিতে এ রায় ঘোষণা করেন ৷ নারায়ণগঞ্জ পাবলিক প্রসিকিউটর (পিপি ) অ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকন বলেন, এই মামলায় ১৬ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। যুক্তিতর্ক ও সাক্ষ্য প্রমাণ শেষে আসামি অহিদকে মৃত্যুদন্ডের আদেশ দেন আদালত।

সাজাপ্রাপ্ত অহিদুল ইসলাম ওরফে অহিদুল্লাহ নোয়াখালী জেলার চরজব্বার থানার চরজব্বার ইউনিয়নের দুই ওয়ার্ডের চর হাসান গ্ৰামের মাকসুদের ছেলে। সে নারায়ণগঞ্জ শহরের জল্লারপাড়া আমহাট্টা এলাকার খোকন মিয়ার ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো।

উল্লেখ্য, গত বছরের ১৬ আগষ্ট বেলা এগারোটার দিকে বাড়ির সামনে উঠানে খেলার সময় নিখোঁজ হয় ৪ বছর বয়সী আলিফ। পরিবারের সদস্যরা ও এলাকাবাসী মিলে আশেপাশের বাড়িঘর ও পাড়া মহল্লায় খোঁজাখুঁজি করলেও আলিফের কোন সন্ধান পাওয়া যায়নি। বিকেল পাঁচটার দিকে প্রতিবেশী আলী খোকনের বাড়ির নীচ তলার ভাড়াটিয়া অহিদ ও রিপনের তালাবদ্ধ রুম থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয় আলিফের লাশ। এ সময় আলিফের দুই হাত বাঁধা ও মুখে রুমাল গুঁজে দেওয়া ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও ছিল। এ ঘটনায় আলিফের পিতা সৌদি প্রবাসী আলমগীর হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করলে পরবর্তীতে প্রতিবেশী অহিদকে গ্রেফতার করে পুলিশ ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com