ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাগলাবাড়ি এলাকায় ছেলে  ধরা সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে।

শনিবার (২০ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

 

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন জানান, ছেলে ধরা সন্দেহে অজ্ঞাত এক যুবককে গণপিটুনি দেয় সাধারণ জনগণ ৷ খবর পেয়ে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ৷

তিনি বলেন, স্থানীয়রা যে বাচ্চা মেয়েটিকে ধরেছে বলেছিল তার অভিভাবক জানায়, তার মেয়ে স্কুলে ক্লাস করছে ৷ প্রাথমিকভাবে ছেলে ধরার ব্যাপারে কোন সত্যতা মেলেনি ৷

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com