নিটিং ওনার্স এসোসিয়েশনে ভুয়া সদস্য বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন

প্রেসবাংলা ২৪. কম: বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর আসন্ন নির্বাচন (২০২৫-২০২৭) কে কেন্দ্র করে নিয়ম বহিভূতভাবে সদস্য বানিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ এনে ভূয়া ভোটার বাতিলের দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন এর সাধারণ মালিকবৃন্দ।
বুধবার (২৫ জুন) দুপুরে বিসিকে এক সংবাদ সম্মেলনে এমন দাবী জানান তারা।
সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর আসন্ন নির্বাচন (২০২৫-২০২৭) কে কেন্দ্র করে। বর্তমান কমিটি (২০২৩-২০২৫) নির্বাচনে জয়লাভকরার জন্য অনেক ভূয়া সদস্য বানিয়ে তাদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছে। যাদের ব্যবসা প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই সংঘবিধি অনুযায়ী এই প্রতিষ্ঠানের সদস্য হতে হলে অব্যশই নিটিং মিলস্ থাকতে হবে। ঐ সকল সদস্যদের সদস্যপদ বাতিল করে প্রকৃত প্রতিষ্ঠান ও মালিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা শতাধিক মালিকের স্বাক্ষরসহ আপিল বোর্ডে লিখিত অভিযোগ প্রদান করি। সে বিষয়ে আপিল বোর্ড আমাদেরকে জানান তাদের ভুয়া সদস্য বাতিল করার কোন এখতিয়ার নেই। যেহেতু বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন অরাজনৈতিক অলাভজনক মালিকদের সংগঠন। এখানে যাদের কোন ফ্যাক্টরী নাই বা মেশিন নাই তারা মালিকদের স্বার্থ কিভাবে রক্ষা করবে। যা প্রকৃত মালিকদের কাছে নিন্দনীয় এবং অপমানজনক
তারা, ৯ আগস্ট ঘোষিত নির্বাচনে ভূয়া সদস্য বাতিল করে প্রকৃত সদস্য দ্বারা নির্বাচনের পরিবেশ তৈরি করা না হলে আমরা সকল মালিকবৃন্দ এসোসিয়েশন এর সমস্ত কার্যক্রম বয়কট করার ঘোষনা দেন।
এ সময়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর সদস্য হাজী কামাল উদ্দিন মালিক মেসার্স কামাল ট্রেডার্স, বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের সদস্য মোঃ বাদশা বুলবুল, সাবেক ভাইস প্রেসিডেন্ট মোঃ কবির হোসেন ভূঁইয়া, বর্তমান সহ-সভাপতি কামাল হোসেন, সাবেক পরিচালক মোঃ শহিদুল ইসলাম, বর্তমান সহ-সভাপতি মিজানুর রহমান, বর্তমান পরিচালক মোঃ মহসিন মৃধা, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবু তাহের শামীম, সাবেক পরিচালক মোঃ জাহিদুল আলম, মোঃ আবদুল আউয়াল টুটুল, মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।