রূপগঞ্জের জোবায়ের হত্যার বিচার দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোলাব শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র জোবায়ের বিন মোহাম্মদ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে নিহতের পরিবার, সহপাঠী শিক্ষার্থী ও এলাকাবাসী। খুনিদের ফাঁসি ও প্রধান আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে নিহত জোবায়েরের মা মিনারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার একটা মাত্র ছেলে সন্তান ছিল, এখন আমি কি নিয়া বাঁচমু। আমার ছেলে মেধাবী শিক্ষার্থী ছিল, এখন দুনিয়াতে কারে নিয়া বাঁচমু।” তিনি প্রধান আসামি শাহীনকে দ্রুত গ্রেপ্তার ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি—ফাঁসির দাবি জানান।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জেলার ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ওমর ফারুক নয়ন, নিহতের মা মিনারা বেগম, পরিবারের সদস্য সামিয়া আক্তার, জয়নাল আবেদিন, নিলুফা বেগম, ভোলাব শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী।

 

উল্লেখ্য গত ১৮ এপ্রিল বিকালে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে শীতলক্ষ্যায় নিখোঁজ হন দশম শ্রেণির ছাত্র জুবায়ের বিন মোহাম্মদ। সঙ্গে থাকা বন্ধুরা জানিয়েছিল, নদী পারাপারের সময় শীতলক্ষ্যায় নিখোঁজ হন জুবায়ের। কিন্তু তার মৃত্যুর ৪০ দিন পর ময়নাতদন্তের প্রতিবেদনে জানা যায়, পানিতে ডুবে নয় শ্বাসরোধে হত্যা করা হয়েছে ১৭ বছর বয়সী ওই কিশোরকে। পাওয়া গেছে মাথা ও বুকে আঘাতের আলামত।

জুবায়ের রূপগঞ্জের ভোলাব ইউনিয়নের চারিতালুক এলাকার তপন মিয়ার ছেলে।

এ ঘটনায় নিহতের তিন বন্ধুসহ চারজনকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের মা মিনারা বেগম। আসামিরা হলেন- নিহতের প্রতিবেশী মো. নাঈমের ছেলে শাহীন (২০), গাবতলা এলাকার নাজিরের ছেলে রাব্বি (১৯), একই এলাকার ফারুকের ছেলে সিয়াম (১৯) এবং চারিতালুকের হাছেন আলীর ছেলে আক্তার হোসেন (৩৫)।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com