সবাই মিলে সুন্দর দেশ গড়বো: সেলিম প্রধান

প্রেসবাংলা ২৪. কম: বাংলাদেশ রিপাবলিক পার্টির শীর্ষস্থানীয় নেতা সম্প্রতি রূপগঞ্জকে একটি আদর্শ ও আধুনিক মডেল শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিশিষ্ট ব্যবসায়ী সেলিম প্রধান। তিনি দেশপ্রেম ও জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে এই স্বপ্ন দেখছেন।
তিনি উল্লেখ করেন, “আমি রূপগঞ্জকে সাজাতে চাই উন্নয়ন, সুশাসন ও শান্তির প্রতীক হিসেবে। এখানকার প্রতিটি মানুষ যেন গর্ব করতে পারে এই শহরকে নিয়ে সেই স্বপ্ন নিয়েই আমি কাজ করে যাচ্ছি।”
নেতা আরও দাবি করেন যে, বিগত আওয়ামী শাসনের সময় তিনি ও তার সহযোগীরা গোলাম দস্তগীর গাজী ও তার বাহিনীর নির্যাতনের শিকার হয়েছেন। তবে নীতির প্রশ্নে তিনি এক চুলও বিচ্যুত হননি। বিশেষ করে পাঁচ আগস্টের পর গাজীর বাহিনী ও সুবিধাবাদী চক্র যারা বিএনপির খোলসে চাঁদাবাজি ও নৈরাজ্যের মাধ্যমে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে—তাদের বাধার মুখেও তিনি পিছপা হননি।
তিনি বলেন, “আজও আমার স্বপ্ন একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত রূপগঞ্জ। আমি কারো বিরুদ্ধে নয়, আমি সাধারণ মানুষের পক্ষে। যারা সন্ত্রাস-চাঁদাবাজিকে রাজনীতি মনে করে, তাদের মুখোশ উন্মোচন করাই এখন আমার লক্ষ্য।”
সকল সচেতন নাগরিকের সহযোগিতা কামনা করে তিনি বলেন, “আমরা যদি একত্র হই, তাহলে এই রূপগঞ্জ একদিন হবে সারা দেশের জন্য একটি রোল মডেল।”