রেবতী মোহন কলেজে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রেসবাংলা ২৪. কম : নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের এইচ, এস,সি পরীক্ষার্থী – ২০২৫ এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ জুন) সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনের হল রুমে অনুষ্ঠিত হয় এ বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাবেক পৌর প্রশাসক সিদ্ধিরগঞ্জ পৌরসভা ও দাতা সদস্য, গভর্নিং বড়ি, সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ এর আবদুল মতিন প্রধান।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল মতিন প্রধান বলেন, তোমরা হলো দেশ গড়ার কারিগর। তোমাদের হাত ধরে দেশ হবে স্বনির্ভর সারা বিশ্বকে আলোকিত করবে। আমরা দোয়া করি যেন পরীক্ষায় ভাল রেজাল্ট করে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম তোমরা বয়ে আনবে।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ অনুপ কুমার দাস, উপদাক্ষ মমিনুর রহমান, দক্ষিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামসুদ্দিন আহমেদ সহ শিক্ষিক শিক্ষিকিকা বৃন্দ। অনুষ্ঠান শেষে সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। এবারের এইচ, এস,সি পরীক্ষায় ২০২ উভয় শাখা শিক্ষার্থী অংশ গ্রহন করবে।