শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে অর্ধশত স্থানে মামুন মাহমুদের দোয়া

প্রেসবাংলা ২৪. কম: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া আলোচনা সভা ও ঈদ সামগ্রীর বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩০ মে) বাদ জুম্মা জালকুড়ি ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ানের সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম শিপলু এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক আমির হোসেনের সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য উকিল উদ্দিন ভূঁইয়া, রিয়াজ ইসলাম রিয়াজ, শাহিন প্রধান, নূর আলামীন দেওয়ান, রাজু আহম্মেদ, আলামীন প্রধান ও জাকির হোসেন সহ বিএনপির অঙ্গসংগঠনে নেতৃবৃন্দ।
এ সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়া সহ জিয়া পরিবারের সকলের সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এদিন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এছাড়াও বেশ কিছু স্থানে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন যার মধ্যে সিদ্ধিরগঞ্জ থানা ৩ নং ওয়ার্ড, উত্তর রসূলবাগ জামে মসজিদ সংলগ্ন বালুর মাঠ, মাদানী নগর, সানারপাড় ও সিদ্ধিরগঞ্জ থানার ২ নং ওয়ার্ড কান্দাপাড়া এলাকাগুলাতে তিনি উপস্থিত ছিলেন।