শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে অর্ধশত স্থানে মামুন মাহমুদের দোয়া

প্রেসবাংলা ২৪. কম: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া আলোচনা সভা ও ঈদ সামগ্রীর বিতরণ করা হয়েছে।

‎শুক্রবার (৩০ মে) বাদ জুম্মা জালকুড়ি ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

‎৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ানের সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম শিপলু এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক আমির হোসেনের সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য উকিল উদ্দিন ভূঁইয়া, রিয়াজ ইসলাম রিয়াজ, শাহিন প্রধান, নূর আলামীন দেওয়ান, রাজু আহম্মেদ, আলামীন প্রধান ও জাকির হোসেন সহ বিএনপির অঙ্গসংগঠনে নেতৃবৃন্দ।

‎এ সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়া সহ জিয়া পরিবারের সকলের সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

‎এদিন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এছাড়াও বেশ কিছু স্থানে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন যার মধ্যে সিদ্ধিরগঞ্জ থানা ৩ নং ওয়ার্ড, ‎উত্তর রসূলবাগ জামে মসজিদ সংলগ্ন বালুর মাঠ, মাদানী নগর, সানারপাড় ও সিদ্ধিরগঞ্জ থানার ২ নং ওয়ার্ড কান্দাপাড়া এলাকাগুলাতে তিনি উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com