চাঁদাবাজদের বিরুদ্ধে হোসিয়ারি ব্যবসায়ীদের লাঠিমিছিল

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জে সন্ত্রাস ও চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রতিবাদে নেমেছেন হোসিয়ারি ব্যবসায়ীরা। শনিবার (২৪ মে) দুপুরে নয়ামাটি, করিম মার্কেট ও গুলশান হল এলাকায় লাঠি হাতে ও বাঁশি বাজিয়ে বিক্ষোভ করেন তারা। লাঠিমিছিল শেষে পথসভায় মিলিত হয়ে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু বলেন, “আমরা চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে সব ব্যবসায়ীদের একত্রিত করে এই লাঠিমিছিল করেছি। কিছু দুষ্কৃতকারী ও চাঁদাবাজ মার্কেটে এসে মালিকদের কাছে জোর করে চাঁদা দাবি করছে। আমরা আইনকে শ্রদ্ধা করি, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নিচ্ছে না।”
তিনি আরও বলেন, “আমরা লাঠিমিছিল করে বোঝাতে চেয়েছি, চাইলে আমরাও প্রতিরোধ গড়ে তুলতে পারি। তবে আইন নিজের হাতে তুলে নিইনি। শুধু সন্ত্রাসীদের জানিয়ে দিয়েছি চাঁদাবাজি করলে আমরাও প্রস্তুত।”
তিনি জানান, নয়ামাটি ও করিম সুপার মার্কেট এলাকাজুড়ে হোসিয়ারি ব্যবসায়ীদের বড় অংশ অবস্থান করে। প্রতিদিন এখানে কোটি টাকার পণ্য কেনাবেচা হয়। কিন্তু চাঁদাবাজদের দৌরাত্ম্যে ব্যবসা পরিচালনায় নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা।