আমরা না’গঞ্জবাসীর সভাপতি নূর উদ্দিন ও সাধারণ সম্পাদক মন্টু

প্রেসবাংলা ২৪. কম: আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

শনিবার ( ২৪ শে মে) সকাল ১০টায় নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের সম্মেলন কক্ষে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

শুরু হওয়া এ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর উদ্দিন আহম্মেদ। সঞ্চালনায় ছিলেন যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেন ও সহ-সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু।

সম্মেলনে জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত দুই শতাধিক প্রতিনিধি নারায়ণগঞ্জের নানা সমস্যা তুলে ধরেন এবং সমাধানের দাবিতে জোরালো বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে নূর উদ্দিন আহম্মেদ নারায়ণগঞ্জকে অবিলম্বে বিশেষ শ্রেণির জেলায় উন্নীতকরণের দাবি জানান। এছাড়া নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বার্ণ ইউনিট, হার্ট সেন্টার ও কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন এবং যানজট নিরসনে ফুটপাত ও সড়ক হকারমুক্ত করার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা এড. মাহবুবুর রহমান মাসুম নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যকর পদক্ষেপের দাবি জানান। তিনি রহমত উল্লাহ মুসলিম ইনস্টিটিউট পরিচালনায় সুশীল সমাজকে সম্পৃক্ত করার পরামর্শও দেন।

সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু চাষাড়া রেলস্টেশন স্থানান্তরের প্রস্তাবসহ শহরের রেলপথকে সড়কপথে রূপান্তরের কথা বলেন এবং পাতাল বা উড়াল পথে বিকল্প রেল চলাচলের দাবি জানান।

সম্মেলনের দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশনার এড. মাহবুবুর রহমান মাসুমের পরিচালনায় ২০২৫-২০২৮ মেয়াদের কার্যকরী পরিষদ গঠনে ৭৯ সদস্যবিশিষ্ট একটি প্যানেল প্রস্তাব করা হয়। প্রস্তাবিত সভাপতি হিসেবে আলহাজ্ব নূর উদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক হিসেবে মো. নাসির উদ্দিন মন্টুর নাম ঘোষণা করা হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং নির্বাচন কমিশন তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।

পরিশেষে, নবনির্বাচিত সভাপতি ১৯ সদস্যের উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করলে উপস্থিত প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করেন।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন, উপদেষ্টা আলহাজ্ব এ.ওয়াই.এম হাসমত উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী, বাবু সুভাষ সাহা, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস আজাদ, সহ-সভাপতি বেগম আঞ্জুমান আরা আকসির, সহ-সভাপতি কুতুব উদ্দিন আহাম্মদ, সহ-সভাপতি হাজী রমজানুল রশীদ, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. বদরুল হক, আইন বিষয়ক সম্পাদক এড. নবী হোসেন, এড. আওলাদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক খোদেজা খানম নাসরিন, সম্পাদকমণ্ডলীর সদস্য পপি রানী সরকার, আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবির পোকন।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রহমান লিটন, এড. বি.এম হোসেন, সাইদুল ইসলাম শাকিল, আবু হাসান টিপু, হাজী আহম্মদ আলী বেপারী, হাজী আব্দুস সাত্তার ভুট্টু, মো. আনোয়ার হোসেন দেওয়ান, আবুল হোসেন সরদার, অধ্যাপক জাহাঙ্গীর আলম জাগু, হাজী মো. শাহাদাত হোসেন, আব্দুল খালেক সিদ্দিকী, মো. রফিকুল ইসলাম, নাজমুল হাসান নান্নু, গোলাম রসুল রফিক, ওয়াহিদ সাদাত বাবু, মো. শফিকুল ইসলাম খান, ওয়াহিদুজ্জামান জামান, রাজীউদ্দিন আহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হোসেন জুলু, হাজী ইমামুল হাসান হিমু, জহিরুল ইসলাম মিন্টু, শহীদুল ইসলাম ফয়সাল, মো. ইমরান শরীফ, শওকত আলী রোমান, মো. তোফাজ্জল হোসেন, মো. কামরুজ্জামান বাবু, উত্তম কুমার দাস পান্ডু, স্বাধীন চৌধুরী সাদেক, ওয়াসিম আল আজাদ অপূর্ব, মো. সুলতান, আমান উদ্দিন সিয়াম, টিটুল আহম্মদ, মো. ইয়াকুব আলী, জামিল আহম্মদ, মোস্তাফিজুর রহমান শিপলু, আসাদুজ্জামান আসাদ, বদরুল আলম বাদল, ফরিদ আহম্মদ, মোহাম্মদ আলী, প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com