তাহমিদ হজ্ব কাফেলা এর ইসলামিক কুইজ প্রতিযোগিতা

প্রেসবাংলা ২৪. কম: হজ্জ ও উমরাহর জগতে নির্ভরযোগ্য ও প্রসিদ্ধ প্রতিষ্ঠান রিয়েল টাচ্ ট্রাভেল ইন্টারন্যাশনাল এর ‘তাহমিদ হজ্ব কাফেলা’ কতৃক আয়োজিত স্কুল ভিত্তিক ছোটদের ইসলামিক কুইজ প্রতিযোগিতা -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) সকালে নারায়ণগঞ্জের প্রি-পারেটরি স্কুলে শিক্ষার্থীদের মাঝে এ কুইজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তাহমিদ হজ্ব কাফেলা এর ডিরেক্টর, গলাচিপা জামে মসজিদের সাবেক খতিব মুফতী শাহ রিয়াজ উদ্দিন গণী জানান, স্কুলের শিক্ষার্থীদের জেনারেল সাবজেক্টের অতিরিক্ত চাপের কারণে অনেক সময় ইসলামিক জ্ঞানের বিষয়ে পড়াশোনায় ঘাটতি দেখা যায়। সেজন্যে তাহমিদ হজ্ব কাফেলা ও ইনাআতুল ইনসান ফাউন্ডেশন যৌথভাবে স্কুলের ছাত্রদের জন্য ব্যতিক্রমী আয়োজন নিয়ে কাজ করছে। নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশে স্কুল ভিত্তিক ছোটদের ইসলামিক কুইজ প্রতিযোগিতা কার্যক্রম ধারাবাহিক ভাবে চলবে, ইনশাআল্লাহ। আজকে প্রিপারেটরিতে পরিক্ষা হয়েছে।  ২৫ তারিখে নারায়ণগঞ্জ হাই স্কুল এরপর আদর্শ স্কুল, মর্গান স্কুল , ফিলোসোফিয়া ইংলিশ মিডিয়াম স্কুল, লাইসিয়াম ইংলিশ মিডিয়াম স্কুল সহ সকল স্কুলেই ধারাবাহিক এ কার্যক্রম চলবে। ক) গ্রপে ৩য়-৫ম, খ) গ্রপে ৬ষ্ঠ-৮ম পর্যন্ত প্রতিযোগিতার সুযোগ রয়েছে। আমরা সকল ছাত্র-ছাত্রীদেরকে অংশ গ্রহণের জন্য অনুরোধ করছি। প্রত্যেক স্কুলেই আমরা উত্তির্ণ ছাত্র ছাত্রীকে পুরস্কারের ব্যবস্থা করেছি। সকল স্কুলে প্রতিযোগিতার পরে আমরা বৃহৎ আকারে প্রতিযোগিতার আয়োজন করব। প্রথম স্থান অর্জনকারীকে পবিত্র উমরাহর টিকেট , ২য় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য উমরাহর ভিসার ব্যবস্থা সহ ২০জনকে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হবে।

এ সময়ে প্রি-পারেটরি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, কুমিল্লা জেলার তিলিপ দরবারের সাহেবজাদা মুফতী শাহ রিয়াজ উদ্দিন গণী, নারায়ণগঞ্জ সিটি কেন্দ্রীয় জামে মসজিদের সানি ইমাম মাওলানা জাকারিয়া মোমেন, একতা সাইনের প্রোপ্রাইটর মোহাম্মদ জসিম উদ্দিন ও মোহাম্মদ হোসেন হ্যাপি প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com