সন্ত্রাস, চাঁদাবাজ আর ছিনতাইকারীদের ঠাই হবে না : বদিউজ্জামান বদু

প্রেসবাংলা ২৪. কম : নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকায় ব্যাবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত ও সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবীতে প্রতিবাদ সভা করেছেন নয়ামাটি হোসিয়ারি সার্কুলার নিট, ফ্লাট নিট, প্রিন্টিং ও সুতা ব্যাবসায়ীরা।

রোববার (১৮ মে) শহরের নয়ামাটি এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

হোসিয়ারি সমিতির সহ সভাপতি আব্দুস সবুর খান সেন্টুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি  আলহাজ্ব মোঃ বদিউজ্জামান বদু।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব বদিউজ্জামান বদু বলেন, নয়ামাটি এলাকায় ব্যাবসায়ীদের নিরাপত্তায় আমরা অঙ্গীকারাবদ্ধ। এখানে কোন ধরনের সন্ত্রাস, চাঁদাবাজ আর ছিনতাইকারী দের ঠাই হবে না।এখানে এসে কোন ধরনের অককর্ম হলে আমরা কঠোরভাবে তা প্রতিহত করবো। সন্ত্রাসী আর চাঁদাবাজদেরকে একটা একটা ধরে আমাদের হাতে তুলে দিবেন আমরাই ওদেরকে নিরাপদে রাথার ব্যাবস্থা করবো।আমরা সমাজের্ সকল স্তরের মানুষদের নিরাপত্তা চাই। আমরা সকল ব্যবসায়ী ভাইয়েরা যেন একে অপরের বিপদে আপদে পরিপূরুক ভাবে কাজ করতে পারি এ জন্য সকলে আমাদেরকে সহযোগিতা করবেন।

এছাড়াও আরো উপস্থি ছিলেন, দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি কবির খাঁন, হোসিয়ারি সমিতির পরিচালক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, পাড়ভেজ মল্লিক সহ প্রমূখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com