এসএসসি’র শেষ দিনে শিক্ষার্থীদের চকলেট দিয়ে শুভেচ্ছা জানালেন ডিসি

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষার সমাপনী দিনে শিক্ষার্থীদের চকলেট দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। মঙ্গলবার (১৩ মে) ইসলামিক এডুকেশনাল ট্রাস্ট (আই.ই.টি) সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে তিনি শিক্ষার্থীদের মাঝে এ শুভেচ্ছা বিতরণ করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, “পরীক্ষা শেষে শিক্ষার্থীরা যেন হতাশায় না ভোগে, সেজন্য আমরা তাদের হাতে চকলেট তুলে দিচ্ছি। এতে তারা বুঝবে, আমরা তাদের পাশে আছি।”

তিনি আরও বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা আরও বেশি স্কুলমুখী হোক। সেই লক্ষ্যে কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি।”

নারায়ণগঞ্জের ৪৮টি কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় এ বছর অংশ নিয়েছে ৩৩,১৮২ জন শিক্ষার্থী।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com