নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের কমিটি বিলুপ্তের দাবীতে সংবাদ সম্মেলন

প্রেসবাংলা ২৪. কম: কৃষক দলের নামে আওয়ামী দোসরদের প্রতিষ্ঠিত করার লক্ষে টাকা দিয়ে জেলা কৃষক দলের পদ দেওয়া হয়েছে বলে দাবি করেন সংবাদ সম্মেলনে আসা পদ বঞ্চিতরা।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন, রুপগঞ্জ থানা কৃষক দলের সহ-সভাপতি এড. নজরুল ইসলাম, কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল মিঞা, সাবেক যুগ্ম আহ্বায়ক বাবুল হোসেন মিঞা, সদস্য সার্জেন্ট (অবসর প্রাপ্ত) মমিন, মহানগর যুবদলের সাবেক সদস্য মোঃ নজরুল ইসলাম, আমীর হোসেন, জজ মিয়া, আল-আমীন, সাইদুর সহ প্রমুখ।

এসময় উপস্থিত নেতৃবৃন্দ জানান, গত কয়েকদিন পূর্বে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের ৭৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। যেখানে সভাপতি হিসেবে ডাঃ শাহীন ও সাধারণ সম্পাদক হিসেবে আলম মিঞাকে ঘোষনা করা হয়েছে। অত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। আমরা পূর্ব থেকেই এর বিরোধীতা করে আসছি। কারন শাহীন ও আলম ফ্যাসিষ্ট আওয়ামী লীগের দোসর এবং তৃণমূল বিএনপির সাথে সখ্যতা রেখে চলাফেরা করে। তারা অর্থের বিনিময়ে বিতর্কিত লোক দিয়ে কমিটি সাজিয়েছে। ব্যক্তি স্বার্থের কারনে ত্যাগী নেতাদের বঞ্চিত করা হয়েছে। রূপগঞ্জ কমিটিতে তৃনমূল বিএনপির লোকদের সভাপতি করা হয়েছে। সেই কমিটিতে আমাদের ডুকতে হলে মোটা অংকের টাকা লাগবে বলেন। কিন্তু আমরা টাকা দিয়ে দল করবো না। তাই কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট আমাদের অনুরোধ এ কমিটি অতিদ্রুত বিলুপ্ত করা হোক।

নেতৃবৃন্দ দাবী করেন, ৫ আগষ্টের পূর্বে যে ব্যক্তিরা আওয়ামী দোসরদের সাথে বিভিন্ন সভা, সমাবেশে ছিলো তাদেরকে টাকার বিনিময়ে পদ দেয়া হয়েছে। এর প্রতিবাদ করায় আমাদের মত অনেককেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। যারা দোসরদের সহযোগী ও তৃনমূল বিএনপির কর্মীদের প্রতিষ্ঠিত করতে চায় তারা জেলার সর্বোচ্চ পর্যায়ে থাকতে পারেনা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com