দারিদ্রতার কারণে কেউ আইনগত সুবিধা বঞ্চিত হবে না: শামীম আজাদ

প্রেসবাংলা ২৪. কম: মানুষ যেনো সহজে, দ্রুত বিচার পায়, দারিদ্রতার কারণে যেন কেউ আইনগত সুবিধা থেকে বঞ্চিত না হয় সে উদ্দেশ্যে লিগ্যাল এইড অফিস নিরবিচ্ছিন্ন কাজ করে চলছে উল্লেখিত কথা গুলো বলেন লিগ্যাল এইড কমিটি চেয়ারম্যান মোঃ আবু শামীম আজাদ।

জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা লিগ্যাল এইড কমিটি নারায়ণগঞ্জ কর্তৃক বিভিন্ন কর্মসূচী আয়োজন করা হয়। শুরুতেই চেয়ারম্যান মোঃ আবু শামীম আজাদ, জেলা লিগ্যাল এইড কমিটি এবং সিনিয়র জেলা ও দায়রা জজ পায়রা ও বেলুন উড়িয়ে দিনব্যাপী এই অনুষ্ঠানের শুভ সুচনা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল ইসলাম, পুলিশ সুপার, সিভিল সার্জন ডাঃ এ.এফ.এম. মুশিউর রহমান, সিভিল সার্জন, বিচারকবৃন্দ, জেল সুপার, জেলা সমাজ কল্যাণ বিষয়ক কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জেলা তথ্য বিষয়ক কর্মকর্তা, নারী ও শিশু আদালতের পিপি এডভোকেট খোরশেদ আলম মোল্লা, আইনজীবি সমিতির সভাপতি এড. হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান, সহ নারায়ণগঞ্জ জেলার আইনজীবিবৃন্দ, সকল আদালতের সহায়ক কর্মচারীবৃন্দ সহ সর্বস্তরের জনগণের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এরপর লিগ্যাল এইড মেলা উদ্বোধন এবং জেলা জজ আদালত প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মাইমানাহ আক্তার মনি।

আলোচনা অনুষ্ঠানের শুরুতে জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী, জানুয়ারি-২০২৪ হতে মার্চ- ২০২৫ পর্যন্ত লিগ্যাল এইড অফিসের কার্যক্রমের এক পরিসংখ্যান তুলে ধরেন। এই সময়ের মধ্যে ৬৫৭ জনকে মামলায় আইনগত সহায়তা প্রদান করা হয়, আইনি পরামর্শ গ্রহীতা ১২০ জন, আপোষ মিমাংসার জন্য ১২১২টি আবেদন প্রাপ্ত হয়ে ৪৯৭টি সফল মিমাংসা হয় এবং ৪,৬৪,৭০,৪০০/- (চার কোটি চৌষট্টি লক্ষ সত্তর হাজার চারশত) টাকা আদায় করে পক্ষদের মধ্যে প্রদান করা হয়।

আলোচনা সভায় সভাপতি বলেন, যারা আর্থিক অসচ্ছলতার জন্য ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে তারা লিগ্যাল এইড থেকে উপকৃত হচ্ছে। আজকে এখানে যারা এসেছেন তাদের দায়িত্ব হলো সকলের কাছে সরকারের এই সেবার বিষয়টি পৌছে দেয়া, যাতে করে অসহায়, হতদরিদ্র মানুষজন সহজে আইনি সেবাটা পায়, সেটা নিশ্চিত করতে হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন বলেন, যেহেতু আইনের চোখে সবাই সমান তাই সবাইকে ন্যায় বিচার প্রাপ্তিতে লিগ্যাল এইড এর প্রচার এবং প্রসারের জন্য প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল ইসলাম বলেন, আইনগত সহায়তা দিবসকে আরো মানুষের মধ্যে অধিক প্রচারের জন্য পরামর্শ প্রদান করেন। তিনি বলেন যে, দ্বন্দে কোনো আনন্দ নাই, তাই ঝামেলা মিটিয়ে সুন্দর জীবন যাপনের জন্য লিগ্যাল এইড এর সহায়তা নিতে পারে সকল শ্রেণীর মানুষ।

চেয়ারম্যান সমাপনী বক্তব্যে বলেন, মানুষ যাতে সহজে, দ্রুত বিচার পায়, দারিদ্রতার কারণে যেন কেউ আইনগত সুবিধা থেকে বঞ্চিত না হয় সে উদ্দেশ্যে লিগ্যাল এইড অফিস নিরবিচ্ছিন্ন কাজ করে চলছে। তিনি মানুষদের আইনগত ভাবে সচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব আরোপ করেন। তার বক্তব্যের মাধ্যমে আলোচনা সভা সমাপ্ত ঘোষণা করা হয়।

এছাড়াও এই দিবসটি জনমানুষের মধ্যে অধিক প্রচার ও প্রসারের জন্য দিনব্যাপী লিগ্যাল এইড মেলার আয়োজন করা হয়। মেলায় অংশগ্রহণ করেন, জেলা আইনজীবী সমিতি, কর্মচারী কল্যান পরিষদ, লিগ্যাল এইড অফিস, স্বাস্থ্য বিভাগ এবং জেলা কারাগার।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com