আমরা বছরের পর বছর সাধারণ মানুষের সাথে ঈদ করতে পারিনি : এড. টিপু

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এ্যাড, আবু আল ইউসুফ খান টিপু বলেন, বিগত ষোল বছর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মানুষকে জিম্মি করে হত্যা, গুম ও খুনের মাধ্যমে জনগণের মুখের হাসি কেড়ে নিয়েছিল। আমরা বছরের পর বছর সাধারণ মানুষের সাথে ঈদ করতে পারিনি। তবে বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। শনিবার (২৯শে মার্চ) বাদ আসর নগরীর শিশু কল্ল্যান সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক ছাত্র নেতা খায়রুল কবির মুন্না’র আয়োজনে ঈদ সামগ্রী বিতরন কালে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন আমার রাজনৈতিক নেতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই জিয়ার সৈনিকদের কাজ। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এর জন্য দোয়া চাই। নেত্রী যেন দ্রুত চিকিৎসা শেষে দেশে ফিরতে পারেন এবং আমরা আগামী ঈদ তারেক রহমানকে সাথে নিয়ে করতে পারি।
এসময় সাবেক ছাত্র নেতা খায়রুল কবির মুন্না’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ শামিম আহমেদ, মোঃ মাসুম আহমেদ, মোঃ আক্তার হোসেন, মোঃ মনির হোসেন সহ প্রমূখ।
ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রায় শতাধিক অসহায় ও নারী – পুরুষের মাঝে মানসম্পন্ন উন্নত ঈদ সামগ্রী বিতরন করা হয়