শামীম ওসমানের সহচর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আটক

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের ঘনিষ্ঠ সহচর এনায়েতনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামানকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয় সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আসাদুজ্জামান ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি ও এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান

তাঁর বিরুদ্ধে হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে। বেশ কিছুদিন ধরেই তিনি পলাতক ছিলেন। আমরা অভিযান চালিয়ে তাঁকে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com