সৈয়দ শামছুদ্দিন শাহ বোগদাদী (রঃ) এর ৭১ তম বাৎসরিক ওরশ মোবারক শুরু

প্রেসবাংলা ২৪. কম: মিলাদ মাহফিল, মাজার গোসল ও দোয়ার মাধ্যমে সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামছুদ্দিন শাহ বোগদাদী (রঃ) এর ৭১ তম বাৎসরিক এক সপ্তাহ ব্যাপী ওরশ মোবারক শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুর ১২টা ১ মিনিটে নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা সাবেক বাটা কোঃ বর্তমান পাওয়ার হাউজ বোগদাদী নগররে এ ওরশ মোবারকের প্রথম রজনী শুরু হয়। যা আগামী ২০ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন দরবার শরীফের গদীনশীন খাদেমুল গোলাম মোহাম্মদ হোসাইন হ্যাপী।
যুব সমাজের তত্বাবদায়নের এবং এলাকাবাসী সার্বিক সহযোগীতায় এসময়ে উপস্থিত ছিলেন পীরে কামেল দুলাল চিশতি, একতা সাইনের চেয়ারম্যান জসিম উদ্দিন, মো. শরিফ খান, আলফু প্রধান, আ হাই, আব্দুস সামাদ, মো. নজু, মো. মামুন, সানী ভূইয়া, জয়নাল মাদবর, খোকন চিশতি, মাহবুব হোসেন, সাধন ইয়াসিন শাহ, আক্তার হোসেন অপু, মো. মাসুম, নাজির, শাহ জালাল, আরিফসহ বিভিন্ন দরবারের ভক্ত, আশেকান জাকেরান, এলাকার সম্মানিত ব্যক্তিগন।
জানা যায়, সপ্তাহ ব্যাপী কোরআন তেলওয়াত, জিকির, ওয়াজ মাহফিল সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আশেকান ভক্তবৃন্দদের উপস্থিত থাকার অনুরোধ করেন দরবার শরীফ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।