ডিসির সাথে জেলা ও মহানগর জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মতবিনিময় সভা

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র সাথে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতৃবৃন্দদের সৌজন্য মূলক সাক্ষাত ও বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে এ সাক্ষাত করেন নেতৃবৃন্দরা। এসময় নারায়ণগঞ্জকে একটি সাংস্কৃতিসম্পন্ন জেলা সেটিও অবগত করেন নেতৃবৃন্দরা। পরে জেলা প্রশাসক (ডিসি) কে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দদেরকে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সড়কে যানজট নিরসনে আমাদের সহযোগীতা করতে হবে। রমজান মাসকে সামনে রেখে এ পদক্ষেপ অতিব জরুরী সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি।

এসময় জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট মহানগর আহ্বায়ক হারুন অর রশিদ খান মুকুল বলেন, আমরা জেলা প্রশাসক মহোদয়ের সাথে মতবিনিময় করতে এসেছি। আমাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে নারায়ণগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্যে আলোচনা হয়েছে। বিগত ১৭ বছরে সাংস্কৃতি ঝিমিয়ে পরেছিল। সামাজিকতা বদলে মানুষের হাতে মোবাইল, অস্ত্র এবং নেশা জাতীয় দ্রব্যের কারনে অপসাংস্কৃতিতে পরিণত হয়েছিল। আমরা মূলত সাংস্কৃতিকে মূলধারায় ফিরিয়ে আনার জন্যে ওনার সাথে অনেক বিষয়ে মতবিনিময় হয়েছে। ওনি আমাদের আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক অঙ্গনটাকে এগিয়ে নেওয়ার জন্যে সবসময় আমাদের পাশে থাকবেন এবং বিশেষ করে এশহরকে ছিনতাই, যানজট ও হকার মুক্ত শহর গড়ে তুলতে প্রতিশ্রুতি দিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক এড. রেজাউল করিম খান রেজা, যুগ্ম আহ্বায়ক এড. সীমা সিদ্দিকী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট মহানগর আহ্বায়ক হারুন অর রশিদ খান মুকুল, যুগ্ম আহ্বায়ক মনসুর উদ্দিন পলিন, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, যুগ্ন সদস্য সচিব সাঈদ চৌধূরী আনোয়ার হোসেন স্বপন, যুগ্ম আহ্বায়ক এড. গালিব, এড. নজরুল ইসলাম মাসুম, দেবব্রত রায় রজত প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com