৭ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার’ হবে না না’গঞ্জ চেম্বারের নির্বাচন

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদ (২০২৫-২০২৭) নির্বাচনে ৭ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। যার ফলে ১৯ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন অনুষ্ঠিত হবেনা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদ (২০২৫-২০২৭) নির্বাচন বোর্ডের চেয়ারম্যা প্রবীর কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী গত ৩ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে প্রকাশিত বৈধ প্রার্থীদের মধ্য থেকে, জেনারেল গ্রুপের ৬ জন জনাব মাসুদুজ্জামান, রতন কুমার সাহা, মোহাম্মদ বজলুর রহমান, মোঃ আঃ হাই রাজু, মাহফুজুর রহমান খান (মাহফুজ) ও এম নাসির উদ্দীন এবং এসোসিয়েট গ্রুপের ১ জন মোহাম্মদ মনিরুল ইসলাম সহ মোট ৭ জন গত ৫ ফেব্রুয়ারী নির্বাচন বোর্ড বরাবর তাদের প্রার্থীপদ প্রত্যাহার করেন।

তফসিল অনুযায়ী আজ নির্বাচন বোর্ডের সভায় অবশিষ্ট ১৯ জন প্রার্থীকে চূড়ান্ত প্রার্থী ঘোষনা করা হয়।

এ সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা, সদস্য মাহমুদ হোসেন, সদস্য স্বপন চৌধুরী ও নির্বাচন বোর্ডের সচিব হাবিবুর রহমান।

১৯ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা হলো, জেনারেল গ্রুপ: মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, মোহাম্মদ আবু জাফর, মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, গোলাম মুহাম্মদ কায়সার, মোঃ সোহাগ, মোঃ গোলাম সারোয়ার (সাঈদ), মোঃ মজিবুর রহমান, হোসেন মোহাম্মদ তানিম তৌহিদ, আহমেদুর রহমান তনু, মোঃ হানিফ মিয়া, আব্দুল্লাহ্ আল-মামুন।

এসোসিয়েট গ্রুপ: মোঃ মোরশেদ সারোয়ার, সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, আলহাজ্ব মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মোস্তফা এমরানুল হক। ট্রেড গ্রুপ: শ্রী বিকাশ চন্দ্র সাহা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com