জামায়াতে ইসলাম চায় দেশের মানুষের শান্তি :এড. মাইনুদ্দিন মিয়া

প্রেসবাংলা ২৪. কম: আগামী ৭ ফেব্রুয়ারী (শুক্রবার) সকালে ওসমানী পৌর স্টেডিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনসভাকে সাফল্যমন্ডিত করতে কোর্ট প্রাঙ্গনে স্বাগত মিছিল করেছে আইনজীবী থানা নারায়ণগঞ্জ মহানগরীর নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) দুপুর ১টায় এ স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে মহানগর মজলিশে সূরার সদস্য এড. জাহাঙ্গীর দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের কর্মপরিষদের সদস্য এড. মাইনুদ্দিন মিয়া।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই দেশকে একটি আধিপত্য মুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। বার বার এ দেশকে স্বাধীনতার নামে, স্বাধীনতার চেতনার নামে ভারতের পেটের ভিতর ঢুকিয়ে অঙ্গরাজ্য করার জন্য যত ষড়যন্ত্র হয়েছে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ করে দেশকে আধিপত্য মুক্ত করেছেন ড. শফিকুর রহমান। জামায়াতে ইসলাম চায় নারায়ণগঞ্জকে চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত করতে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, আইনজীবী থানার সাধারণ সম্পাদক এড. নিজাম উদ্দিন, জেলার সদস্য এড. ইস্রাফিল হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ।