হোসিয়ারী মালিকদের কল্যানে সব কিছু করবো : বদিউজ্জামান

প্রেসবাংলা ২৪. কম: হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে বদু প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ৩০ জানুয়ারী ) সকালে দেওভোগ হৃদম কমিউনিটি সেন্টারে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচন ( ২০২৫ – ২০২৭) আলহাজ্ব বদিউজ্জামান বদু এর নেতৃত্বাধীন হোসিয়ারী মালিক ঐক্য জোট এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

পরিচিতি সভায় সভাপতির বক্তব্যে বদিউজ্জামান বদু বলেন, হোসিয়ারী মালিকদের কল্যানে যা যা করনীয় সব কিছু করবো। সবচেয়ে বড় জিনিস হচ্ছে অনেক দিন পর উৎসবমূখর পরিবেশে নির্বাচন হচ্ছে। আমার বিশ্বাস আমার পুরো প্যানেলের ১৮ জনকেই আপনারা ভোটের মাধ্যমে জয়যুক্ত করবেন । আপনারা দেখেছেন আমি কখনো কোনো অন্যায় কাজেকে প্রশ্রয় দেইনি আগামীতে ইনশাআল্লাহ দিবোনা।

আলহাজ্ব বদিউজ্জামান বদুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সাধারণ গ্রুপের পরিচালন পদ প্রার্থী আব্দুস সবুর খান সেন্টু, মনির হোসেন খান, মো.দুলাল মল্লিক, আতাউর রহমান, মো.মিজানুর রহমান, আলহাজ্ব মো.মনির হোসেন, হাজী মো.শাহীন, মো.আব্দুল হাই, বৈদ্যনাথ পোদ্দার, মো.মাসুদুর রহমান, মো.পারভেজ মল্লিক ও এসোসিয়েট গ্রুপ থেকে সাঈদ আহমেদ স্বপন, মো.নাসির শেখ, মো.বিল্লাল হোসেন, অনিল বাবু, হিরু শেখ ও নাসিম আহমেদ।

প্রসঙ্গত, আগামী ১৮ জানুয়ারি প্রার্থীদের ক্রমিক নম্বরসহ তালিকা প্রকাশ করা হয় এবং ৩ ফেব্রুয়ারী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাবে ভোট গ্রহণ চলবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com