বক্তাবলীতে নিজস্ব অর্থায়নে ৩টি রাস্তা নির্মাণ করে দিব :  জাকির হোসেন চেয়ারম্যান

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ জাকির হোসেন বলেছেন,আমি ব্যবসায়ী হিসেবে দেখেছি উন্নয়ন করতে হলে শিক্ষা,যোগাযোগ ও ব্যবসাকে আগে গুরুত্ব দিতে হবে।এলাকাবাসীর স্বার্থে আমি রাস্তাঘাট নির্মাণ করছি।উন্নয়ন করতে আমি শুধু আমার আলীরটেক ইউনিয়ন নয় প্রয়োজনে কালিনগর যাবো।

সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিনকে দিয়ে আমি কুড়েরপাড় ব্রীজ ও ডিক্রিরচর ঘাটে আসতে কাশিপুর ব্রীজ নির্মান করিয়েছি।আমার নিজস্ব অর্থায়নে বক্তাবলীতে ৩ টি রাস্তা নির্মাণ করে দিব।

আগামীতে কোন প্রার্থী হতে আপনারা টাকা খাবেন না। এখানে যেন একটা ব্রীজ নির্মান করা হয় সে চেষ্টা করবো।বক্তাবলী পরগনায় শিল্প কারখানা হলে জমির দাম ৫০ লাখ টাকা হয় সে চেষ্টা আমি করবো। আমাদের ভোটে এমপি নির্বাচিত হয়। আমরা তাদের ভোটে চেয়ারম্যান হইনা। আপনাদের ভোটে চেয়ারম্যান হই। কাজেই বক্তাবলী পরগনার উন্নয়নে আমরা মিলেমিশে কাজ করবো।যে নিজের ভাগ্যের পরিবর্তন না করে এলাকার লোকের ভাগ্যের পরিবর্তন করবে এমন লোককে আমরা নির্বাচিত করবো।আগে আমরা একবাড়ি থেকে আরেক বাড়ি যেতাম নৌকা,বাঁশের সাঁকো কিংবা ক্ষেতের আইলদিয়া।এখন অনেক পরিবর্তন হইছে।

শুক্রবার (২৪ জানুয়ারী) বিকালে বক্তাবলীর কানাইনগরে রাস্তা সম্প্রসারন করার লক্ষে এলাকাবাসীর সাথে মতবিনিময় কালে উপরোক্ত কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং সাবেক সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন বারী, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, বক্তাবলী ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ রাসেল চৌধুরী,ইউপি মেম্বার মোঃ সেকান্দার আলী, আলীরটেক ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ মোক্তার হোসেন, মোঃ ওসমান গনি, মোঃ ফিরোজ মিয়া, মোহাম্মদ জাকির হোসেন, মোঃ রওশন আলী,আব্দুল ওয়াহাব সরকার,কুঁড়েরপাড় হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন,সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলী আকবর,নাসির উদ্দিন, মোঃ খবির উদ্দিন খবু, মোঃ ওমর ফারুক, আব্দুল আলী,আল আমিন হৃদয় সহ আলীরটেক ও বক্তাবলী ইউনিয়নের বিভিন্ন ব্যক্তিবর্গ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com