প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বদু প্যানেল

প্রেসবাংলা ২৪. কম: উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন (২০২৫-২০২৭) নির্বাচন উপলক্ষে নগরীর বিভিন্ন হোশিয়ারী মার্কেটে গিয়ে প্রচার প্রচারনায় মাঠ কাঁপাচ্ছে আলহাজ্ব বদিউজ্জামান বদু প্যানেলের প্রার্থীরা।

বুধবার ( ২২ জানুয়ারী) সকালে নয়ামাটি এলাকার মার্কেট সহ বিভিন্ন হোসিয়ারী দোকান মালিকদের দোকানে গিয়ে ভোট চাইতে বেড়িয়ে পরেন আলহাজ্ব বদিউজ্জামান বদু প্যানেল এর জেনারেল গ্রুপ ও এসোসিয়েট গ্রুপের সকল সদস্যবৃন্দ।

এ নির্বাচনকে উদ্দেশ্য করে বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সভাপতি পদ প্রার্থী আলহাজ্ব বদিউজ্জামান বদু বলেন, আপনাদের একান্ত দোয়া ও সমর্থন নিয়ে আমরা এই নির্বাচনে প্রতিন্ধিতা করছি। অবহেলিত ঘোশিযারী ব্যবসায়ী ভাইয়েরা বিগত ফ্যাসিবাদী সরকারের আমেলে এই হোশিয়ারী পল্লী গুলো ক্ষমতাসীনদের হাতে জিম্মি ছিলো। সাহস করে কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ তো থাক কথাও বলতে পারতো না। অতীতের নীল নকশার নির্বাচনকে আর কখনোই হোশিয়ারী ভাইয়েরা মেনে নেব না। তাদের সকলের মুখে মুখে একটাই শ্লোগান“ আর নয় সিলেকশন, এবার হবে ইলেকশন”।

এসময় আরও উপস্থিত ছিলেন, সাধারণ গ্রুপের পরিচালন পদ প্রার্থী আব্দুস সবুর খান সেন্টু মনির হোসেন খান, মো.দুলাল মল্লিক, আতাউর রহমান, মো.মিজানুর রহমান, আলহাজ্ব মো.মনির হোসেন, হাজী মো.শাহীন, মো.আব্দুল হাই, বৈদ্যনাথ পোদ্দার, মো.মাসুদুর রহমান, মো.পারভেজ মল্লিক ও এসোসিয়েট গ্রুপ থেকে সাঈদ আহমেদ স্বপন, মো.নাসির শেখ, মো.বিল্লাল হোসেন, অনিল বাবু, হিরু শেখ, নাসিম আহমেদ।

প্রসঙ্গত, আগামী ৩ ফেব্রয়ারী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাবে ভোট গ্রহণ চলবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com