জাকির খান খালাস পাওয়ায় নেতৃবৃন্দদের উল্লাস

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের আলোচিত ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানসহ সকল অভিযুক্তকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আদালত পাড়ায় ও শহরে মিষ্টি বিতরণে নেতৃবৃন্দরা মহান আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছেন।

মঙ্গলবার ( ৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

এ মামলায় আসামি ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। তিনিসহ খালাস পাওয়া অন্য আসামিরা হলেন জাকির খানের দুই ছোট ভাই জিকু খান ও মামুন খান, তাঁর সহযোগী জঙ্গল ওরফে লিটন, মোক্তার হোসেন, মনিরুজ্জামান শাহীন, নাজির আহমেদ ও আবদুল আজিজ। তাঁদের মধ্যে মনিরুজ্জামান শাহীন মারা গেছেন।

এর আগে জাকির খানের মুক্তির ঘোষণার অপেক্ষায় সদর থানা জাসাস যুগ্ম সম্পাদক আবু সালেহ আহম্মেদ সনেট এর নেতৃত্বে নেতৃবৃন্দ ও ভক্তদের নিয়ে সকাল থেকে আদালত পাড়ায় জড়ো হন।

আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে শহরে বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ, সদর থানা জাসাস যুগ্ম সম্পাদক আবু সালেহ আহম্মেদ সনেট ও ক্রীড়া ও শিশু সম্পাদক রিয়াজ উদ্দিন হোসেন বাবু,সদর থানা যুবদল নেতা ও জেলা শ্রমিক ইউনিয়ন সদস্য ফয়সাল আহমেদ হৃদয় তাদের বক্তব্যে বলেন, জাকির খান সাহেব এ মিথ্যা মামলার ষড়যন্ত্রে ঝালে আমাদের কাছ থেকে ২২ বছর বাহিরে ছিল। ফ্যাসিস্ট সরকারের এজেন্ট আমাদের প্রিয় নেতাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি রেখেছেন। আল্লাহ তালার রহমতে ও নারায়ণগঞ্জ বাসীর দোয়াতে ষড়যন্ত্র মিথ্যা মামলায় খালাস পেয়েছে। আমাদের নেতা অচিরে মিক্তি পেয়ে ছাত্র- যুব সমাজ ও স্থানীয়দের নিয়ে পাড়া মহল্লায় কমিটি গঠন করে সন্ত্রাস ও চাঁদাবাজীর বিরুদ্ধে ঘোষনা দিবে। এবং এদেশে যে আইন প্রতিষ্ঠায় সঠিক বিচার পাওয়া যায় তার দৃড়প্রমাণ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com