রূপগঞ্জে থানা ছাত্রদলের সভাপতির বাড়িতে গুলিবর্ষণ

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের রূপগঞ্জে থানা ছাত্রদলের সভাপতি মাসুম বিল্লাহর বাড়িতে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা।

স্থানীয় মাদক ব্যাবসায়ীদের বিরোধিতা করা
ও মাদকের বিরুদ্ধে আন্দোলনের কারণে মাদক ব্যবসায়ীরাই এ ঘটনা ঘটিয়েছে বলে দাবী করেছেন মাসুম ।

সোমবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার লাবড়াপাড়া গ্রামে তার বাড়িতে এ ঘটনা ঘটে |

এ সময় মাসুম বিল্লাহর বাড়িতে গিয়ে বাইরে থেকে উপর্যুপরি গুলি চালায় একদল যুবক। এসময় বেশ কয়েক রাউন্ড গুলি বাড়ির দিকেও ছোঁড়া হয়।

এ বিষয়ে মাসুম বিল্লাহ জানান, আমাকে হত্যার উদ্দেশ্যে আমার বাসায় আজকে গুলি করা হয়েছে। আমি আমার নিজের জীবন দিয়ে হলেও আমার এলাকা থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করবো ইনশাআল্লাহ। হামলায় সময় আমি বাড়িতে ছিলাম না। পরে ছাত্রদলের নেতাকর্মীরা খবর পেয়ে ছুটে গেলে তারা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছর নিজের জীবন বাজি রেখে রাজপথে আন্দোলন করা মানুষ আমি, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। জীবনের শেষ দিন পর্যন্ত মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়ে যাবো।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com