অসহায়দের মাঝে তারেক জিয়া প্রজন্ম দলের কম্বল বিতরণ

স্টাফ রির্পোটার : অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন তারেক জিয়া প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলা।

সোমবার ( ৭ জানুয়ারী) বিকালে নগরীর আমলাপাড়া এলাকায় তারেক জিয়া প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মেহেদী হাসান সনির সার্বিক তত্বাবদায়নে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাইম গ্রুপ অব ইন্ড্রাস্ট্রির ডাইরেক্টর জহির আহমেদ সোহেল। আরো উপস্থিত ছিলেন তারেক জিয়া প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মানিক সরদার, ১২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মো. মাসুম, মো. রাজেন, মো. কুট্টি, মো. রিয়াদ, নিজুম, সোহান, রাহাদ, বাহার সহ আরো অনেকে।

এ সময় বিভিন্ন শ্রেনী পেশার অসহায় দুঃস্থ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জহির আহমেদ সোহেল বলেনন, মিশনপাড়া, আমলাপাড়ার তরুন, দামাল ছেলেদের প্রতি সব সময় ভালোবাসা থাকবে। যাদের অক্লান্ত পরিশ্রম ছিলো বৈষম্যবিরুধী আন্দোলনে। আমার সঙ্গে থেকে অনেক আন্দোলনে জড়িত ছিলো, আহত হয়েছে। মিশনপাড়ার অনেক বড় একটু ভূমিকার কারনেই ৫ আগষ্ট সৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করে পালাতে বাধ্য হয়। আমরা বিগত দিনে দেখেছি ত্রানের নামে, লুটপাট হতো। তেল খাটেরর নিচ থেকে পাওয়া গেছে। সেই সময় আর নেই। দোষররা পালিয়েছে, তার অনুসারীরাও পালিয়েছে।

তিনি আরো বলেন, আমি এবং আমার ভাই আবু জাফর আহমেদ বাবুল সব সময় তোমাদের পাশে আছি যেকোন সহযোগিতায় সঙ্গে থাকবো।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com