চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক তোফাজ্জল হোসেন

প্রেসবাংলা ২৪. কম: দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজিউন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৮ টার দিকে ঢাকায় আগারগাঁও নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। সম্প্রতি সাংবাদিক তোফাজ্জল হোসেন ব্রেইন স্ট্রোক করলে তাকে নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২ জানুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের প্রথম জানাজা বাদ আসর ডিআইটি মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজা বাদ এশা কাশিপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজার পর মরদেহ দাফন করা হবে।

সাংবাদিক তোফাজ্জল হোসেনের মৃত্যুতে নারায়ণগঞ্জে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com