হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে আল-আমিন প্রধানের মনোনয়নপত্র সংগ্রহ

প্রেসবাংলা ২৪. কম: বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন (২০২৫-২০২৭) নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন আল আমিন প্রধান।
রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরের নগরীর সনাতন পাল লেনস্থ হোশিয়ারী ভবনে নির্বাচন কমিশনের কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তারা।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের নির্বাচন আগামী ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বিতরণ ২৮-৩০ ডিসেম্বরের মধ্যে করা হবে, দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত। ১৮ জানুয়ারি প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।