কেন্দ্রীয় কমিটির সাথে বিপিজেএ না.গঞ্জ শাখার নবনির্বাচিত কমিটির সাক্ষাৎ

প্রেসবাংলা ২৪. কম: বাংলাদেশ ফটো জার্নালিস্টস্ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে নারায়ণগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দরা। এসময় নবনির্বাচিত নতুন কমিটিকে অনুমোদন পত্র প্রদানসহ তাদের সফলতা কামনা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
গতকাল ঢাকার পুরাতন পল্টনে অবস্থিত এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় কেন্দ্রীয় কমিটির সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক কাজী বোরহান উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ জেলা শাখার ২০২৫—২৬ অর্থ বছরের নবনির্বাচিত কমিটির সভাপতি মো. এনামুল হক সিদ্দিকী, সহ—সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক হাসান উল রাজীব, সাংগঠনিক সম্পাদক বিশাল আহমেদ, অর্থ সম্পাদক মো. কাইয়ুম খান ও প্রচার সম্পাদক মোঃশহিদ হোসেন।

এদিকে, সৌজন্য সাক্ষাৎ শেষে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা বলেন, ‘বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত কমিটির সভাপতি মো. এনামুল হক সিদ্দিকী ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সহ কমিটির সকল কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা আশা করি ২০২৫—২৬ অর্থ বছরের জন্য নারায়ণগঞ্জ জেলা শাখার নির্বাচিত এই কমিটি তাদের কর্মকাণ্ডে আরও বেশি শ্রদ্ধাশীল ও মনোযোগী হয়ে ফটো সাংবাদিকতার মান মর্যাদা অক্ষুন্ন রাখবে। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে এবং ফটো সাংবাদিকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে কাজ করে সংগঠনের ভাবমূর্তি উন্নত করে এবং সংগঠনকে আরও বেশি গতিশীল ও বেগবান করবে।’

এ সময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরাও সংগঠনের ভাবমূর্তি অক্ষুন্ন রাখা এবং ফটোসাংবাদিকদের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখার প্রতিশ্রম্নতি ব্যক্ত করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com