শামীম ওসমান উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে : গিয়াসউদ্দিন

প্রেসবাংলা ২৪. কম: সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যের প্রতিবাদে কুতুবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৭ ডিসেম্বর বিকেলে পাগলা রেললাইন এলাকায় এই জন সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত জন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন,,নারায়ণগঞ্জে উন্নয়নের নামে শামীম ওসমান হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে,কাংখিত উন্নয়ন থেকে ফতুল্লা বাসী বঞ্চিত হয়েছে। ফতুল্লা বাসী যেনো উন্নয়ন থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে আমি ফতুল্লাকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করার জন্য মন্ত্রণালয়ে স্মারক লিপি প্রদান করেছি, সেটা যদি বাস্তবায়ন হয় তাহলে ফতুল্লা বাসী তাদের কাংখিত সেবা ও উন্নয়ন পাবে।

গিয়াসউদ্দিন আরো বলেন, ভারতে বসে শেখ হাসিনা নতুন করে ষড়যন্ত করছে। ওই দেশটিও লাভবান হতে নতুনভাবে ষড়যন্ত্র করছে। শৈশবে আমার পাশের বাড়িতে হিন্দুদের বসবাস ছিল। সেখানে হিন্দু মুসলিম আমরা এক সাথে বড় হয়েছি। ১৯৭১ সালে এক সাথে হিন্দু মুসলিম সহ সকলে মিলে একসাথে লড়াই করে দেশ স্বাধীন করেছি। এ দেশের মত সম্প্রীতির উদাহরণ কোথাও নেই। আজকে সেই সম্প্রীতি নষ্ট করে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর অপচেষ্টা করছে। ইসকন দিয়ে তারা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের উদ্দেশ্য হচ্ছে এই সরকারকে বিব্রত করা। এই সরকারকে কিভাবে অযোগ্য প্রমাণিত করে সেখানে ফ্যাসিস্ট সরকার আনতে পারে সেজন্য ষড়যন্ত্র করছে। সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে। যাতে করে ষড়যন্ত্র করে দাঙ্গা ও বিবেধ সৃষ্টি করতে না পারে। ভারতের প্ররোচনায় হিন্দুরা যারা আছে তাদের অনুরোধ জানাবো, সুখে থাকতে ভুতে কিলায় একটা কথা আছে আপনারা সুখে আছেন ভুতে যেন কিলাতে না পারে। সেই ফাঁদে আপনারা পা দিবেন না। আপনাদের ধ্বংস করার জন্য এগুলো করা হচ্ছে।

কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো : বিল্লাল হোসেন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মো সুলতান মাহমুদ মোল্লা।

ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আলী ও প্রচার প্রকাশনা সম্পাদক মামুন অর রশিদ এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট আব্দুল বারী ভুইয়া, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি,মুক্তিযোদ্ধা প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জি এম সাদরিল,নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি মিলন মেহেদী, আলাউদ্দিন খন্দকার শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার আক্তার হোসেন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট মাহমুদুল হক আলমগীর, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাইনুল ইসলাম রতন,ফতুল্লা থানা বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নজরুল ইসলাম, ফতুল্লা থানা জাসাসের সভাপতি এম এ লতিফ তুষার,কুতুবপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি নাছির প্রধান, প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com