বক্তাবলীর রাধানগরে লেংটার মেলা বন্ধের দাবীতে ৫২ গ্রামে মানববন্ধন
প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের রাধানগর গ্রামে সোলেমান লেংটার মেলার নামে মাদক, জুয়া, অসমাজিক কার্যকলাপ বন্ধের দাবীতে আলীরটেক বক্তাবলী পরগনার ৫২ টি গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৬ ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা বিভিন্ন গ্রামে সর্বস্তরের তৌহিদী জনতার ব্যনারে এই মানবনবন্ধন অনুষ্ঠিত হয়। সেই সাথে রাধানগর লেংটা মেলা বন্ধ করে সোলেমান লেংটা ও কবরবাসির রুহের মাগফেরাত কামনা করে আগমাী ৮ ডিসেম্বর রাধানগর ঈদগাহে ইসলামী মহাম সম্মেলন ও দোয়ার আয়োজন করেছে। এছাড়া সকল ধরনের অপকর্ম বন্ধের দাবী জানিয়ে হুশিয়ারি প্রদান করেন। কেউ যদি অবৈধ ভাবে লেংটা মেলা আয়োজন করেন তাহলে প্রশাসনের সহযোগিতা নিয়ে তৌহিদী জনতা প্রতিহত করার ঘোষনা দেন।
মাওলানায় সাইদ সরকার জানান, বক্তাবলী পরগণার সর্বস্তরের তৌহিদী জনতা মিলে আমাদের আলীরটেক বক্তাবলী পরগনার ৫২ টি গ্রামে রাধানগর লেংটার মেলা বন্ধের দাবীতে মানববন্ধন করেছে। কেননা এখানে লেংটার মেলা নামে মুলত গাজার আসর , মদ জুয়ার আসর বসিয়ে অসমাজিক কার্যকলাপ চলে।আর এজন্য তারন প্রতিবাদ জানিয়ে আলীরটেক, ডিক্রিরচর,রাধানগর,প্রসন্ন নগর,মুক্তারকান্দি, রাজপুর,রামনগর, কুড়েরপাড়,চর আলীরটেক,মাঝের চর,কানাই নগর, মধ্যনগর, আকবনগর, বালুরচর,গঞ্জকমুারিয়া , সবুজনগর, ছমিরনগর, কালিনগর, বক্তাবলী,উত্তর নরসিংপুর সহ ৫২ টি গ্রামের সর্বস্তরের জনতা বন্ধের দাবী জানিয়ে মানববন্ধন করেন।
এদিকে অনুসন্ধানে জানাযায়, প্রতি বছর হযরত শাহ সোলেমান লেংটা বাবার জন্ম বার্ষিকী উপলক্ষে ডিসেম্বর মাসের শুরুতে ৫ দিন ব্যাপি ওরশ মোবারকের আয়োজন করা হয়। কিন্তু স্থানীয়দের থেকে অভিযোগ উঠেছে এখানে ওরশের নামে লেংটার মেলার আয়োজন করে নদীর পারে বিশাল মাদক বেচাঁকেনার হাট বসে। একই সাথে মাদক সেবনের বাজার বসে। এছাড়া জুয়ার আসর, মদের আসর,অশ্øীলতার মাধ্যমে গানবাজনার মাধ্যমে নারীদের বেহায়াপনা চলে। নদীর পাড়ে প্রায় ২শ দোকানে দেদারছে মাদক সেবন এবং বেচাঁকেনার রমারমা বানিজ্য চালায় অপকর্মকারীরা। এছাড়া বেহায়াপনা সহ নারীরা নাচ গান করে। অথচ প্রকাশ্যে মাদক বেচাঁকেনার কিংবা সেবনের কোন অনুমোদন থাকে না। দিব্বি যুব সমাজের ধ্বংসের এই মাদক প্রকাশ্যে বেচাঁকেনা চালান।
এলাকাবাসি জানান, ধর্মের নামে তারা লেংটার নাম দিয়ে এখানে মাদকের হাট খুলে বসেছে। প্রতিবছল এখানে ৫ দিনের মেলায় প্রায় কোটি টাকার মাদক বেচাঁকেনা চলে। এই ওরশ কমিটি এই টাকার শিংহ ভাগ নিয়ে থাকেন। এছাড়া এখানে গভীর রাত পেরিয়ে ফজরের আজানের আগ পর্যন্ত এখানে উচ্চ শব্দে গানবাজ চলে। তাছাড়া মেলার বাজার গুলোতে খন্ড খন্ড কিশোর গ্যাং গ্রুপ মিলে নারীদের উত্যক্ত করে বলে অতিযোগ রয়েছে। নারীদের অশ্লীলতার অভিযোগের ভিত্তিতে প্রতি বছরই এখানে কিশোর গ্যাং গ্রুপের মারা মারির ঘটনাতো প্রতিবছরই ঘটে।
মাওলানা আতাউল হক সরকার বলেন, লেংটার মেলায় মাদকাসক্ত হয়ে এলাকার যুবক নষ্ট হয়ে যাচ্ছে। এই গ্রামের যারা মুরুব্বি আছেন আপনরা এটা বন্ধ করে সঠিক দায়িত্ব পালন করেন। এই ভুমি শাহজালাল,শাহ পরান ইয়ামেনি (র) ভুমি। এখানে আমরা অন্যায় কাজ হতে দিতে পারি না। তাই লেংটার মেলা বন্ধের ব্যবস্থার জন্য তৌহিদী জনতা মাঠে থাকবে।
সচেতন মহলের মাঝে আলোচনা হচ্ছে বক্তাবলীর রাধানগর এলাকায় সোলেমান লেংটার ওরশের নামে তারা দীর্ঘ দিন যাবৎ ভন্ডামি করে যাচ্ছেন। সেই সাথে মাদকের আখরা খুলে বিশাল টাকার বানিজ্য করে। ধমের্র নামে অধর্মের ব্যবসা খুলে বসেছে ওরশ দিয়ে। সেই হিসেবে ওরশ কমিটির বিরুদ্ধেও ব্যস্থ্যা নেয়া উচিৎ বলে মনে করেন এলাকাবাসি।
ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ডিসি স্যার অনুমোদন দিলে সেখানে মেলা হবে, অন্যথায় অনুমোদন না পেলে কোন ধরনের মেলা হবে না।