হিন্দু-মুসলিম দাঙ্গা বাঁধিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় : এড. সাখাওয়াত

সমাবেশে আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান।

এ সময় তিনি বললেন, বাংলাদেশের প্রতি সাম্রাজ্যবাদী কালো শকুনের দৃষ্টি পড়েছে। বিভিন্ন ইস্যু তৈরি করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে চট্টগ্রামের চিন্ময় যে কিনা হিন্দু ধর্মের কোন প্রতিনিধিত্ব করেনা, আজকে সে হটকারী সিদ্ধান্তের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভোমত্বকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়েছে। বাংলাদেশের পতাকা নিচে রেখে ইসকনের গেরুয়া পতাকা টানিয়েছে। এজন্য তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। সেই মামলায় রাষ্ট্র পক্ষের শুনানী হওয়ার কারনে এড. সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করেছে। এটা মধ্যযুগীয় বর্বরতা। বাংলাদেশে হিন্দু-মুসলিম দাঙ্গা বাঁধিয়ে তারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। এদেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সবাই বসবাস করে, আমরা সবাই এদেশের নাগরিক। সবাই কাঁধে কাঁধ রেখে এদেশে জীবন যাপন করবো। যারা দেশে হিন্দু-মুসলিম দাঙ্গা বাঁধাতে চায় তারা দেশের শত্রু, স্বাধীনতা, সার্বভৌমত্বের শত্রু। তাদেরকে নির্মূল করতে হবে।
তিনি আরও বলেন, যে ইসকন নাম নিয়ে যেই নেতা বিভিন্ন বক্তব্য দিয়েছে, হিন্দু ভাইদের বলতে চাই, এই বাংলাদেশ সবার। আমরা এই দেশে সহঅবস্থান করবো। কোন জঙ্গীবাদ, সন্ত্রাসী, দেশদ্রোহীকে বাংলাদেশে স্থান দেওয়া হবে না। হোক সে মুসলমান, খ্রিষ্টান, হিন্দু সে যাই হোক না কেনো তার বিচার দেশের প্রচলিত আইনে হবে। এই নারায়ণগঞ্জ আমাদের সবার, নারায়ণগঞ্জে আমরা সুখে শান্তিতে থাকবো। আমরা কোন জঙ্গী, সন্ত্রাসী, কট্টরপন্থী, স্বাধীনতা বিরোধীকে স্থান দিবো না। এই উগ্রবাদী ইস্কনকে ছয়টি দেশে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশেও তাদেরকে নিষিদ্ধ করা হোক।

বিক্ষোভ সমাবেশে মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূঁইয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com