হকাররা কাউকে এক টাকার চাঁদা দেবে না : তরিকুল সুজন

 

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জের এসপি ডিসি সিটি কর্পোরেশন শৃঙ্খলা মেনে হকারদের কে পূর্ণবাসন করার উদ্যোগ নেয় তাহলে আমাদের নারায়ণগঞ্জের হকাররা সেই উদ্যোগকে সাধুবাদ জানাবে। এই নারায়ণগঞ্জের হকাররা কাউকে এক টাকার চাঁদা দেবে না। আওয়ামী লীগ যারা আগে চাঁদা উঠাতো তারা চলে গেছে এখন যদি একপক্ষ ভাবে আওয়ামী লীগ চলে গেছে আমরা চাঁদা উঠাবো। এইটার কারণে আমাদের ছাত্র-জনতার জীবন দেয় নাই এবং গত ১৫বছর আমরা আন্দোলন সংগ্রাম করিনি। আমরা এক কথায় হকারদের বলে দিয়েছি নারায়ণগঞ্জে কাউকে চাঁদা দিবেন না। নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা মেনে হকাররা তাদের জীবিকা নির্বাহ করবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com