আন্দোলন করেছি মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য : গিয়াস উদ্দিন

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন আহম্মেদ বলেন, স্বৈরাচারের প্রতীক ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার যাতে এদেশের মানুষের আন্দোলন সংগ্রাম ধ্বংস করতে না পারে এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা দ্রুত ঠিক করার ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা তৈরী না করতে পারে তাই আমাদের সকলকে এ মূহুর্তে ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকা উচিৎ। যে কোন সময় আন্দোলনের ডাক আসলে পূণরায় আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে সিদ্ধিগঞ্জ থানার হিরাঝিল এলাকায় থানা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

গিয়াসউদ্দিন বলেন, আমরা আন্দোলন করেছি মানুষের মৌলিক অধিকার ও গণতান্ত্রীক অধিকার প্রতিষ্ঠা করার জন্য। প্রতিটি জনগণ যাতে ভোট দিয়ে তাদের নেতাদের নির্বাচিত করে সুশাসন প্রতিষ্ঠা করতে পারে। দেশের সব চেয়ে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির কাজই হচ্ছে জনগণের এসব অধিকার প্রতিষ্ঠা করা।

এ সময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে উক্ত কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি রওশন আলী, ডি,এইচ,বাবুল, এস,এম,আসলাম, এ,কে,এম সামছুল হক, মাসুদুজ্জামান মন্টু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর, শ্রম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, সদস্য ইফসুফ মিয়া ও ৪নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com