সাতগ্রাম ইউনিয়ন পরিষদ ভবন পূর্বের স্থানে নির্মাণের দাবীতে স্বারকলিপি

একটা পর্যায় যাতায়াতের সুব্যবস্থা না থাকার কারণে পুরিন্দা বাজারে অস্থয়ী ইউনিয়ন পরিষদের কার্যলয় হিসাবে ব্যবহার করা হয়। বর্তমানে আমাদের গ্রামের যোগাযোগের সুব্যবস্থা হয়েছে। তাই আমাদের সাতগ্রামের ইউনিয়ন পরিষদের নিদিষ্ট স্থানে স্থায়ী কার্যলয় করার দাবি জানিয়ে আসছিলাম। এ বিষয় বিগত সরকার আমলে চেয়ারম্যান ও এমপি মহোদয়ের কাছে দাবি জানিয়ে আসছিলাম। কিন্তু পরবর্তীতে অজ্ঞাত কারণে স্থানান্তর করা হয়নি।

এসম দাবি করে তারা আরো বলেন, সাতগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের পাশে সাত গ্রাম ইউনিয়ন পরিষদের জন্য আধুনিক একটি নতুন ভবন নির্মাণ করাসহ ওই স্থানেই ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালানোর দাবি জানাই।

এসময় তারা মানববন্ধন শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com