জাকির খানের পক্ষ থেকে মহানগর মৎস্যজীবী দলের বস্ত্র বিতরণ

প্রেসবাংলা ২৪. কম: শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জাকির খানের পক্ষ থেকে নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের আয়োজনে অসহায় ও দুস্থঃদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে বন্দর উপজেলার বন্দর বাজার দূর্গা মন্দির প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক শ্রীমতি অপর্ণা রায় দাস।

এ-সময় শ্রীমতি অপর্ণা রায় দাস বলেন, হিন্দু মানেই আওয়ামী লীগ এই কথাটি সম্পূর্ণ ভুল ধারণা। কারণ এই বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ৯০ ভাগ জায়গা আওয়ামীলীগই বিভিন্ন সময় দখল করেছে। যা আর কখনো এই সোনার বাংলাদেশে হবে না। আগামীর বাংলাদেশ সম্প্রীতি রক্ষার এক অনন্য নজির স্থাপিত হবে দেশ নায়ক তারেক রহমানের হাত ধরেই। তারেক রহমানের নেতৃত্বে ও দিক-নির্দেশনায় আগামীর বাংলাদেশ হবে সবার। যেখানে থাকবে না ধর্ম, বর্ণ, জাতি কিংবা মানুষে মানুষে বৈষম্য।

এছাড়াও তিনি আরও বলেন, আজ হাজার কিলোমিটার দূরে সেই সুদূর লন্ডনে থেকেও দেশ নায়ক তারেক রহমানের অন্তর এই বাংলার সাধারণ জনগণের জন্য কাঁদে। বিএনপি সর্বদাই অসাম্প্রদায়িক চেতনার দল, যে দল কখনো মানুষে মানুষে ভেদাভেদ করে না। তাইতো পূজার আগে তারেক রহমানের নির্দেশে সকল জেলা ও উপজেলায় উপহার নিয়ে সনাতন ধর্মাবলম্বী সকল মানুষের কাছে ছুটে যাচ্ছেন আমাদের নেতৃবৃন্দরা। সেইসাথে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দেয়া হোক।

সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু বলেন, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব দুর্গাপূজা। পূজার আনন্দে মেতে উঠার জন্য সমাজের সব স্তরের মানুষ নিজেদের সাধ্যমত এসময় কেনাকাটা করে থাকে। অপেক্ষাকৃত সমাজের দুর্বল অংশের মানুষও যাতে করে পূজা রামানন্দের শামিল হতে পারে তার জন্য প্রতি বছরের ন্যায় নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষ থেকে আমরা দুস্থ মানুষকে এ বস্ত্র বিতরণের বিশেষ উদ্যোগ গ্রহন করে থাকি। দুঃস্থ মা-বোনদের মুখে হাসি ফোটাতেই আমাদের এ বস্ত্র বিতরণ কর্মসূচি আমরা পালন করি।

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় নানা অনুষ্ঠানের মৌসুমে বস্ত্র বিতরণ সহ নানা কর্মসূচির আয়োজন করেন, নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু। আগামী বছর আরও ব্যাপক আকারে করা প্রয়োজন বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু’র সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি পারভেজ মল্লিক’র সঞ্চালনায় এসময় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শ্রী সমীর সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঢাকা মহানগরের সদস্য সচিব সুভাষ দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান শ্রী জয় কে রায় চৌধুরী বাপ্পী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলার সহ-সাংগঠনিক সম্পাদক এড. রাজিব মন্ডল, বন্দর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার, গার্মেন্টস শ্রমিক দল নেতা এজাজ আহম্মেদ চৌধুরী, শেখ সালেহ রনি, নূর মোহাম্মদ হানিফ, ২২নং ওয়ার্ড মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি ইমরান খান, সাধারণ সম্পাদক মোঃ রুবেল, ২৩নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবুল হাসান খোকন, বন্দর থানা মৎস্যজীবী দল নেতা হেলাল উদ্দিন, সানি, আব্দুল জলিল, মোঃ মাস্তান, আজিম ও চাঁন মিয়া সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com