নারায়ণগঞ্জের কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩০ দোকান পুড়ে ছাই

প্রেসবাংলা ২৪. কম: শহরের কালির বাজারে রোববার (৬ অক্টোবর) রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রাত সাড়ে এগারোটার দিকে এক নম্বর গলির মশলা পট্টি থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে মশলার দোকান থেকে আগুন লাগলেও দ্রুত তা আশপাশের মুদি, ডিম, প্লাস্টিক ও হার্ডওয়্যারের দোকানে ছড়িয়ে পড়ে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন জানান, তদন্তের পর ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ জানা যাবে।
স্থানীয়রা এবং স্বেচ্ছাসেবীরা আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসকে সহায়তা করেন। এ ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন।
উল্লেখ্য, কালির বাজার নারায়ণগঞ্জের অন্যতম বৃহৎ বাণিজ্যিক এলাকা। এখানে ওষুধ, কাপড়-চোপড় এবং বিভিন্ন খাদ্যসামগ্রীর পাইকারি দোকান রয়েছে।