নাসিক ১৪ নং ওয়ার্ডে ডেঙ্গু সচেতনতায় মোবাইল কোর্ট পরিচালনা

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ১৪নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব মুন্সিখানা, ভিপি ও দলিল অবমূল্যায়ণ শাখা নাজমূল হুদা এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ফুড এণ্ড স্যানিটেশন অফিসার মো. শাহাদাৎ হোসেন, মশক নিধন সুপারভাইজার ইদ্রিস আলী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৪নং ওয়ার্ড সচিব মোঃ ইমরান হোসেন জিসান সহ নাসিক মশক নিধন স্পেশাল টিমের সদস্যরা।
মোবাইল কোর্ট পরিচালনার সময় প্রাথমিকভাবে ৫টি বাড়িতে ৭দিনের সময় নির্ধারণ করে কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে স্ব স্ব বাড়ির শ্বেত শ্বেতে যায়গা ও জমাকৃত পানির স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আদেশ দেয়া হয়।