আনু হত্যা মামলায় আসামীদের জামিন নামঞ্জুর
প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জে বিএনপি নেতা আনোয়ার হোসেন আনু হত্যার ঘটনায় ৫ আসামীর জামিন নামঞ্জুর করেছে আদালত। এর আগে রিমান্ড শেষে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছিলেন আদালত।
১৫ সেপ্টেম্বর সকালে আসামী পক্ষের আইনজীবীরা আদালতে জামিন চাইলে আসামীদের অনুপুস্থিতিতেতে আদালত জামিন নামঞ্জুর করেন।
আসামিরা হলেন- নূর আলম (৫৫), রোকসানা আক্তার পুতুল (৪৬), সারিদ হোসেন (১৯), কাজল (৩২), জান্নাত আরা জাহান প্রেরণা (২১)।
মামলায় অপর দুই আসামি হলেন- ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ (৪২), গোল মোহাম্মদ (৬৫)।
গত ২৬ আগস্ট সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের পাশে অবস্থিত একটি বিল্ডিংয়ের লিফটের ফাঁকা অংশ থেকে আনোয়ারের মরদেহ উদ্ধার করা হয়।