ফতুল্লা থানার নবাগত ওসিকে সাইদুর রহমানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
প্রেসবাংলা ২৪. কম: ফতুল্লা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলেয়মান মাহাবুব’কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক সংগ্রামী ছাত্রদল নেতা মোঃ সাইদুর রহমান।
বৃহস্পতিবার (১৩ই সেপ্টেম্বর) রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি)’র কার্যালয়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, সরকারী তোলারাম কলেজ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমানে’র নেতৃত্বে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন স্থানীয় যুবদল, ছাত্রদল ও সরকারী তোলারাম কলেজ শাখার ছাত্র নেতৃবৃন্দ।
ফুলেল শুভেচ্ছা প্রদানকালে ওসি সোলেয়মান মাহাবুব বলেন, এলাকায় শান্তি শৃংখলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়তে আমি সবসময় আপোষহীন। আমরা ন্যায়ের পক্ষ থেকে কাজ করে যাবো। কোন প্রকার অন্যায়ের সাথে পুলিশ আপোষ করবেনা। থানা এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে এবং সমাজে অপরাধ রোধে আমরা আপনাদের সহোযোগিতা কামনা করছি।
এসময় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, সরকারী তোলারাম কলেজ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বলেন, আমরা ফতুল্লা থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় যুবদল, ছাত্রদল ও সরকারী তোলারাম কলেজ শাখার ছাত্র নেতৃবৃন্দের পক্ষ থেকে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। তিনি ফতুল্লা থানা সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, শিশু নিপীড়ন, ইভটিজিং, চুরি ও চাঁদাবাজ নির্মূলসহ আইন শৃঙ্খলার উন্নতিকল্পে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এসময় তাদের কোন সদস্যের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা অপরাধমূলক কোন কর্মকান্ড সংগঠিত না হওয়ার প্রতিও সংশ্লিষ্ট প্রশাসনকে আশ্বস্ত করেন তিনি।