সেন্টু চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের চারবারের নির্বাচিত চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ বুধবার (২৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে মানববন্ধনে অংশ নেয় কয়েকহাজার নারী-পুরুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, পতিত স্বৈরাচারী সরকারের আমলে গায়েবি মামলার শিকার হয়েছে অনেক মানুষ। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ছাত্র-জনতা পতন ঘটায়। এখন আবার যদি নির্দোষ নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলার শিকার হতে হয় তাহলে লাভ হলো কী।

তারা অবিলম্বে মনিরুল আলম সেন্টুর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com