দেশকে সুন্দর মতো গড়ে তোলার আহবান জোসেফের
বৃহস্পতিবার (১৫ আগষ্ট) মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ এর নেতৃত্বে নগরীর মিনা বাজার এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূণরায় মিনাবাজার গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ বলেন, বর্তমান যে উপদেষ্টা সরকার দেশের নিয়ন্ত্রন নিয়েছে তাদেরকে আমাদের সাহায্যে করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশকে অশান্ত করার জন্য বিভিন্নভাবে পায়তারা করা হচ্ছে। আমাদের হিন্দু ভাইয়েরা যারা আমাদের সাথে বড় হয়েছে, আমি বলতে চাই নারায়ণগঞ্জে হিন্দুদের সম্পত্তি কখনোই জবরদখল করা হয় নি।
তিনি আরও বলেন, আমি দৃঢ়ভাবে বলতে চাই যদি হিন্দু ভাইদের সামাজিক অবস্থান বা তাদের সম্পত্তিতে কেউ, কোন কুলাঙ্গার আঘাত বা লুটের চেষ্টা করে তাহলে আমরা তার হাত, পা ভেঙ্গে গুড়ো করে দিবো। এদেশকে সুন্দর ভাবে গড়ে তুলতে হলে হিন্দু, মুসলমান সকলে একটি স্থানে মিলিত হতে হবে। সেটা হলো আমরা সবাই বাংলাদেশী। যতদিন পর্যন্ত তাদেন সহাবস্থান, শান্তিপূর্ণ অবস্থান, গণতান্ত্রিক অবস্থান নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত সকল ওয়ার্ড ও ইউনিয়নে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, বন্দর থানা যুবদলের সভাপতি আমীর হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাধারণ সম্পাদক জুয়েল প্রধান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, মহানগর যুবদল নেতা আক্তার হোসেন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ।