নারায়ণগঞ্জের থানার কার্যক্রম শুরু হয়েছে

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের ৭ টি থানার কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি দ্রুততম সময়ে সকল ফাঁড়িগুলোর কার্যক্রমও আজ কালের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

রোববার (১১ আগস্ট) বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে। এর আগে শুক্রবার ও শনিবার জেলার ৭টি থানা সচল করা হয় সেনাবাহিনীর পাহারায়।

ইতোমধ্যে জেলার ৭টি থানায় বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে এবং মানুষ নানা অভিযোগ নিয়ে থানায় আসতে শুরু করেছে। থানাগুলোতে পুলিশের পাশাপাশি সেনা সদস্যরাও রয়েছেন।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, আমরা শুক্রবার থেকে পুরোদমে সচল আছি। আমাদের এখানে মানুষ বিভিন্ন প্রয়োজনে আসছে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ দায়িত্ব পালনে সর্বোচ্চ সক্রিয় থাকবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com