অন্তর্বর্তীকালীন সরকার, শপথ নিলেন ড. মুহাম্মদ ইউনূস

প্রেসবাংলা ২৪. কম: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস। ড. ইউনূসের গা‌ড়িবহর প্রবে‌শের পর বঙ্গভবনে প্রবেশপথ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেন নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা সেনা সদস্যরা।


শপথগ্রহণ অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের কূটনীতিকসহ প্রায় ৪০০ অতিথি উপস্থিত রয়েছেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের প্রস্তাবে সাড়া দিয়ে বৃহস্পতিবার দুপুরে ফ্রান্স থেকে দেশে ফিরেছেন তিনি।
এর আগে ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রেখে মোট ১৭ সদস্যের উপদেষ্টাদের নামের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com